Home

Adapted by UBR - Comprehensive Sexuality Education - Master Trainer Team

শিক্ষার্থীরা স্বাগতম

আমি এবং আমার পৃথিবী

যেহেতু এটা আমাদের কোর্সের প্রম পাঠ সেহেতু আমরা পরস্পরের সাথে পরিচিতির মাধ্যমে শুরু করব। তোমরা খুঁজে বের করবে কী কী শেখা যেতে পারে এবং বিভিন্ন পাঠে সেগুলো শিখবে।

এই পাঠের মূল কাজ হলো নিজেকে জানো খেলা (Personality game)এবং কম্পিউটারে বা কাগজে তোমার ইমেজ বা একটি লোগো তৈরি করা।

তুমি যদি কম্পিউটারে কাজ করতে খুব একটা দক্ষ না হও, তা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই: এই কোর্স আসলে শেখার জন্য।

শুরু করার আগে, চলো আমরা পালনীয় নিয়মগুলো এক নজর দেখে নেই।

পালনীয় নিয়মাবলী প্রেজেন্টেশন - (১০ মিনিট)

আজকের কর্মসূচী

সূচনা: পরিচিতি, কোর্স সর্ম্পকে আলোচনা, পালনীয় নিয়মাবলী, প্রত্যাশা (২০ মিনিট)
পালনীয় নিয়মাবলী : প্রেজেন্টেশন - (১০ মিনিট)
নিজেকে জানো গেইম (Personality Game) - (২০ মিনিট)
ক. প্রেজেন্টেশন: নিজেকে জানো গেইম (১০ মিনিট) অথবা
অথবা খ. কাগজে: নিজেকে জানো গেইম (১০ মিনিট)
ইমেজ/আত্মপ্রতিকৃতি (Personal Logo) তৈরি - (৩০ মিনিট)
ডায়েরি উপস্থাপন (Reflection Book) - (১০ মিনিট)

শুরু করার আগে, চলো আমরা পালনীয় নিয়মগুলো এক নজর দেখে নেই। আমরা এখানে একত্রিত হয়েছি শিখতে; প্রত্যেকের মতামতই এখানে গুরুত্বপূর্ণ। আমরা একে অপরকে সম্মান করব এবং আনন্দের মাধ্যমে শিখব।

শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছায় দু’একজনকে এই পাঠে কী শিখল, তাদের কী ভালো লেগেছে এবং আরও কী ভালো করা যেত তা বলতে বলুন।

গান (ঐচ্ছিক)

লক্ষ্য

গানের মাধ্যমে শিক্ষাথীরা স্বীকৃতি পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

“আমাদেরও আছে অধিকার” গানটি শিক্ষার্থীদের শোনানোর জন্য সিডি সংগ্রহ করুন

“আমাদেরও আছে অধিকার” - গান

শিরোনামঃ অধিকার কে কাকে দেয়

কথা ও সুর: সলিল চৌধুরী

অধিকার কে কাকে দেয় অধিকার কে কাকে দেয়

পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়।

কখনোই নয় কোন দিনও নয়

অধিকার কেরে নিতে হয় অধিকার কেড়ে নিতে হয়।

অধিকার লড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয়।

পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়।

শক্তির অধিকার মানুষের মতো করে বাচঁবার অধিকার

শিক্ষার অধিকার সব কথা সোচ্চারে বলবার অধিকার

শান্তির অধিকার

শিশু কুড়িয়ে ফুটবার অধিকার শিশু কুড়িয়ে ফুটবার অধিকার

এসব তো আমাদের জন্মগত জন্মগত এসব তো আমাদের জন্মগত জন্মগত

তবে কেন এত হাহাকার ঘরে বসে বসে বন্ধনে নয় অধিকার কিনে নিতে হয়

রক্ত কিনে নিতে হয়

কর্মের অধিকার নানা জাতি

ভাষাভাষি ধর্মের অধিকার স্বাস্থের অধিকার, বিভীষণ মুক্ত বাতাসের অধিকার

ঐক্যের অধিকার বিভেদের জট ভাঙ্গবার অধিকার

ঐক্যের অধিকার বিভেদের জট ভাঙ্গবার অধিকার

এসব তো আমাদের জন্মগত জন্মগত এসব তো আমাদের জন্মগত জন্মগত

তবে কেন এত হাহাকার ঘরে বসে বসে বন্ধনে নয়

অধিকার লড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয়

অর্জন করে নিতে হয় অর্জন করে নিতে হয়

পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়।

কখনোই নয় কোন দিনও নয়

অধিকার কেরে নিতে হয়।

অধিকার লড়ে নিতে হয়।

EKN
Top