Home

শিক্ষার্থী কম্পিউটার দক্ষতা ৩ - আজকের পাঠ

Adapted by UBR - Comprehensive Sexuality Education - Master Trainer Team

শিক্ষার্থীরা স্বাগতম!

কম্পিউটার দক্ষতা- কম্পিউটার দক্ষতা।

আজ তুমি মাইক্রোসফট ওয়ার্ড-এর বিস্তারিত জানতে পারবে। এই পর্যন্ত তুমি শুধুমাত্র টাইপিং এবং সংরক্ষনের জন্য এমএস ওয়ার্ড ব্যাবহার করেছ। আজকে আমরা এমএস ওর্য়াডের আরো একটু গভীরে যাবো। আমরা চাই তোমরা এমএস ওয়ার্ডেও এমন অনেক কিছু নিয়ে জানো যাতে তুমি নিজে নিজেই এর অনেকদূর পর্যন্ত পৌঁছাতে পারো।

শিক্ষক সমস্ত প্রয়োজনীয় অনুশীলনী, উপকরণ এবং সরঞ্জাম প্রদান করবেন।


১। সূচনা (৫ মিনিট)
২। ওয়ামিং আপ: স্থান সংক্রান্ত মজার খেলা(১৫ মিনিট)
৩। মাইক্রোসফট ওয়ার্ড এর ব্যাখ্যা (১৫ মিনিট)
৪। শিক্ষার্থীদের মাইক্রোসফট ওয়ার্ড চর্চা (৪৫ মিনিট)
৫। উপসংহার ও বাড়ীরকাজ (২০ মিনিট)

কম্পিউটার দক্ষতা- কম্পিউটার দক্ষতা।

আজ তুমি মাইক্রোসফট ওয়ার্ড-এর বিস্তারিত জানতে পারবে। এই পর্যন্ত তুমি শুধুমাত্র টাইপিং এবং সংরক্ষণের জন্য এমএস ওয়ার্ড ব্যাবহার করেছ। আজকে আমরা এমএস ওর্য়াডের আরো একটু গভীরে যাবো। আমরা চাই তোমরা এমএস ওয়ার্ডেও এমন অনেক কিছু নিয়ে জানো যাতে তুমি নিজে নিজেই এর অনেকদূর পর্যন্ত পৌঁছাতে পারো।

শিক্ষক সমস্ত প্রয়োজনীয় অনুশীলনী, উপকরণ এবং সরনঞ্জাম প্রদান করবেন।

EKN
Top