Home

Adapted by UBR - Comprehensive Sexuality Education - Master Trainer Team

ছেলে-মেয়ে,পুরুষ-নারী

এই পাঠের বিষয়বস্তু হলো জেন্ডার এবং আমাদের জীবনে এর ভূমিকা। এই পাঠে শিক্ষার্থীরা দলবেঁধে কাজ করবে। প্রত্যেক দলে ছেলে-মেয়ে মিলে চার জন করে শিক্ষার্থী থাকলে ভালো হয়। পৃথক দলগুলি সকলে মিলে প্রেজেন্টেশন দেখবে এবং দলগত ভাবে প্রশ্নের উত্তর দিবে। প্রেজেন্টেশনে উল্লিখিত কয়েকটি বিষয়ের উপর নিজেদের মধ্যে আলোচনা করবে। তারপর প্রত্যেক দল হাতে লিখে জেন্ডারের সাথে সম্পর্কিত বিভিন্ন দিকের উপর তাদের নিজস্ব প্রেজেন্টেশন উপস্থাপন করবে। প্রেজেন্টেশনে ছেলে ও মেয়ের ব্যাপারে প্রচলিত যে মন্তব্যগুলি রয়েছে তার মধ্যে তুলনা করবে।

লক্ষ্য:

 • শিক্ষার্থীরা তাদের জীবনে জেন্ডারের ভূমিকা চিহ্নিত করতে পারবে।
 • শিক্ষার্থীরা মেয়ে এবং নারীদের বৈষম্যমূলক অবস্থান পরিবর্তনে সজাগ হবে।

পাঠের উদ্দেশ্য

জ্ঞান

শিক্ষার্থীরা

 • জেন্ডার এবং জেন্ডার ভূমিকা এই শব্দ দুটির ব্যাখ্যা, এর সাথে অধিকারের সম্পর্ক বর্ণনা করতে পারবে;
 • ব্যক্তিগত জীবন, পরিবার ও সমাজে ছেলে-মেয়ের বৈষম্য এবং এটি কীভাবে প্রভাব ফেলে তা জানতে পারবে;
 • বাংলাদেশে নারীরা যে পুরুষের চেয়ে অধিকার বঞ্চিত ও অসম অবস্থায় থাকে, তা উদাহরণ সহকারে বর্ননা করতে পারবে;
 • ছেলে-মেয়ের বিষয়ে যেসমস্ত প্রচলিত গতানুগতিক ধারণা আছে তা পরিবর্তন করে সমতার বিষয়গুলি লিখতে পারবে;
 • ছেলে ও মেয়েদের ভিন্ন ভিন্ন চাহিদা থাকতে পারে তা বলতে পারবে;
 • প্রত্যেকেরই যে জেন্ডার ভূমিকা সম্বন্ধে নিজস্ব মতামত রয়েছে তা উপলব্ধি করতে পারবে।

আচরণ

শিক্ষার্থীরা

 • জেন্ডার সম্পর্কিত বিষয়ে তাদের নিজস্ব মূল্যবোধ ও চিন্তা চেতনার প্রকাশ ঘটাতে এবং অন্যদের সাথে এ বিষয়ে আলাপ করতে পারবে;
 • ছেলে-মেয়ে ও নারী-পুরুষের সমান মতামতের অধিকার এবং দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার সবলদিক যুক্তি দিয়ে তুলে ধরতে পারবে;
 • ছেলে-মেয়ে এবং নারী-পুরুষের অসমতা, বিশেষ করে জোরজবরদস্তি এবং নারী নির্যাতন পরিহার করতে পারবে;
 • শিক্ষা এবং নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে মেয়ে ও নারীদের সমান সুযোগ থাকার ব্যাপারে যুক্তি তুলতে পারবে;
 • জেন্ডার ভূমিকা সম্বন্ধে তাদের সমবয়সীরা, বন্ধুবান্ধব, সমাজ এবং প্রচারমাধ্যম কি ধারণা পোষণ করে, সে ব্যাপারে সচেতন থাকতে পারবে।

দক্ষতা

শিক্ষার্থীরা

 • জেন্ডার সম্পর্কিত বিষয়ে সামাজিক মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে তাদের ভূমিকা উপস্থাপন করতে পারবে;
 • অন্যদের সাথে সেক্সুয়ালিটি ও জেন্ডার সম্পর্কিত বিষয়ে কীভাবে আলোচনা করবে তার সক্ষমতা অর্জন করতে পারবে।

কম্পিউটার, ডিজাইন এবং সৃজনশীল দক্ষতা

 • এমএস ওয়ার্ডে কীভাবে একটি ডকুমেন্ট তৈরী করতে হয় তা ধাপে ধাপে বর্ণনা করতে পারবে;
 • এমএস ওয়ার্ডে অক্ষর, আকার এবং রং ব্যবহার করে কীভাবে একটি নকশা তৈরী করতে হয় প্রদর্শন করতে পারবে;
 • এমএস ওয়ার্ডে ‘ওয়ার্ড আর্ট’ কীভাবে ব্যবহার করতে হয় প্রদর্শন করতে পারবে;
 • মাউস কীভাবে ব্যবহার করতে হয় প্রদর্শন করতে পারবে;
 • দলগতভাবে জেন্ডারের উপর একটি প্রেজেন্টেশন তৈরী করতে পারবে;
 • ‘পরিবারে দায়িত্ববান কে?' এই ইন্টারেক্টিভ খেলাটি খেলতে পারবে;
 • দলগতভাবে জেন্ডারের উপর একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবে;
 • পরিবারে দায়িত্ববান কে? অংশগ্রহণমূলক খেলাটি খেলতে পারবে;
 • দলগতভাবে একটি পোস্টার তৈরি করতে পারবে ।

ঐচ্ছিক: ওয়েব সার্ফিং, প্রাসঙ্গিক ওয়েবসাইটস খুঁজে দেখা

EKN
Top