Home

শিক্ষক কম্পিউটার দক্ষতা ২ - পাঠের উদ্দেশ্য

Adapted by UBR - Comprehensive Sexuality Education - Master Trainer Team

পাঠ

০২ - কম্পিউটার দক্ষতা: ফাইল, ফোল্ডার এবং কী-বোর্ড

এই পাঠটিতে শিক্ষার্থীরা ফাইল ও ফোল্ডারের নাম দেয়া ও তা কম্পিউটারে সংরক্ষণ করতে শেখানো হবে। পাশাপাশি তারা কী-বোর্ড এর সাথে পরিচিত হবে এবং কিছু টাইপ চর্চা করতে পারবে। এই পাঠের পুরো সময়টা বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। কম্পিউটার সম্পর্কিত দক্ষতা তৈরির যে চেষ্টা এই পাঠে করা হয়েছে তা অন্যান্য কিছু পাঠেও আবার আলোচনা করা হবে।


পাঠের উদ্দেশ্য

শিক্ষার্থীরা পারবে:

জ্ঞান

  • কম্পিউটার পরিচালনা পদ্ধতি উইন্ডোজ সম্পর্কে প্রাথমিক তথ্য ব্যাখ্যা করতে পারবে।
  • কম্পিউটার এর ৪টি অংশ এবং সেগুলোর কাজ ব্যাখ্যা করতে পারবে।
  • ডেস্কটপের বিভিন্ন অংশের নাম ও তাদের কাজ বলতে পারবে।
  • ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে।
  • ফোল্ডারের ভেতরে ফাইলগুলো কেন গুছানো থাকে তা ব্যাখ্যা করতে পারবে।
  • কী-বোর্ড কীভাবে ব্যবহার করতে হয়, কী-বোর্ড এর লে-আউট এবং টাইপ করার প্রাথমিক বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে।

দক্ষতা

  • আমার ডকুমেন্ট ফোল্ডারের ভিতর কীভাবে একটি ফাইল সংরক্ষণ করতে হয়, ফাইলের নাম দিতে হয়, নাম বদলাতে হয়, মুছে ফেলতে হয় এবং কীভাবে কোন ফাইল বা ফোল্ডার খুঁজে বের করতে হয় তা করে দেখানো।
  • কী-বোর্ড কীভাবে ব্যবহার করতে হয় তা টাইপ করে দেখানো (বিশেষ বাটন সহ)।
  • বিশেষ বাটন কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে নির্দেশনা দেওয়া।
  • কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন ফাইল খুলতে হয়, তাতে সংক্ষেপে কিছু লিখতে হয়, ঐ ফাইলকে যথার্থভাবে নামকরণ করে সংরক্ষণ করা এবং ঐ ফাইলকে ফোল্ডার থেকে কীভাবে খুঁজে নেয়া যায় তার নির্দেশনা দেওয়া।
EKN
Top