Home

স্বাগতম !

আমি এবং আমার পৃথিবী

সূচনা: তথ্য প্রযুক্তির এই নতুন যুগে প্রবেশ তরুণদের সামনে বিভিন্ন সামাজিক যোগাযোগের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এটা সম্ভবত বর্তমান জীবন যাত্রার চেয়ে অনেক বেশি জীবন দক্ষতা বিষয়ক। এই প্রযুক্তিনির্ভর জীবনের অভিজ্ঞতা আমাদের একধরনের তীব্র আকর্ষণ তৈরী করে এবং এর সাথে যুক্ত হতে উৎসাহিত করে। বর্তমান পৃথিবীতে কম্পিউটার ব্যবহারের দক্ষতা জীবনের একটি নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্র খুলে দিয়েছে। এটা সকল তরুণদের পৃথিবীর অন্য অঞ্চলের তরুণদের সাথে যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরী করে দিয়েছে। এছাড়াও বিভিন্ন চ্যালেঞ্জ নির্ভর যেমন: খেলা, ইভেন্ট ইত্যাদিতে যুক্ত হবারও সুযোগ করে দিয়েছে। কম্পিউটার এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর যন্ত্র ও তথ্য আমাদের জীবন-যাপন, অভ্যাস, কাজকর্ম, সেবা, ভ্রমণ, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়েছে। এটা নিঃসন্দেহ যে, জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রযুক্তির প্রভাব আরো বাড়বে। মূলত: প্রযুক্তি আমাদের সমাজের রূপান্তর ঘটাচ্ছে বেশ দ্রুত, কারণ যা আমাদের কাছে একসময় অকল্পনীয় ছিল তা প্রযুক্তির কল্যাণে বাস্তব। বর্তমানে প্রযুক্তি বিষয়ক কিছু মৌলিক দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটা শিক্ষার একটি মৌলিক বিষয় হয়ে উঠেছে। রুটগার্টস ডব্লিউপিএফ এবং ইউবিআর বাংলাদেশ এলায়েন্স এর যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটি বাংলাদেশের তরুণদের জীবনে সামাজিক দক্ষতা ও যোগ্যতা গড়ে তুলতে সহায়ক হবে। “আমি এবং আমার পৃথিবী” – এই কর্মসূচী তরুণদের মধ্যে যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ক সঠিক ও প্রয়োজনীয় তথ্য প্রদানের সুযোগ সৃষ্টি করেছে। মানবাধিকার এবং যৌনতা সম্পর্কিত ইতিবাচক দৃষ্টিভঙ্গি হচ্ছে এই কার্যক্রমের মৌলিক জায়গা যা সামাজিক ও কৌশলগত যোগ্যতা সৃষ্টি করবে; যেমন- আলোচনার দক্ষতা, জন্মনিরোধ ব্যবহার এবং কিভাবে যৌন সম্পর্কের চাপ প্রত্যাখ্যান করবে। এই দক্ষতা বা যোগ্যতা বুঝে-শুনে সিদ্ধান্ত নেয়ার জন্যে অত্যন্ত জরুরী।

পাঠ্যক্রম :

প্রতিটি পাঠ শুরু হয় একটি নির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে এবং এই পাঠগুলোতে রিমা এবং মানিক দু’টি ডিজিটাল চরিত্র রয়েছে, যারা বন্ধু বা পিয়ার এডুকেটর হিসেবে বিভিন্ন বিষয় উপস্থাপন করবে। এই পাঠ্যসুচিতে এ দুই’জনেই বিভিন্ন বিষয়ে নানা তথ্য ও উপাত্তসহ বন্ধুত্বপূর্ণ আলোচনা করবে। এই কারিক্যুলামে নানা জনের খেলা যেগুলো শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বুঝতে এবং নানারকম মতামত জানার জন্যে সহায়তা করবে। পরবর্তী ধাপটি হলো একটি এসাইনমেন্ট বা বাড়ির কাজ। এই কাজগুলো অত্যন্ত সৃজনশীল। যেমন: ধরা যাক, শিক্ষার্থীদের একটি স্টোরিবোর্ড, কোনো ছবি আঁকা বা অভিনয় তৈরী করা ইত্যাদি।

EKN
Top